গুহ লক্ষ্মীপুর ফুটবল টুর্নামেন্টে লল সুপার স্টার ক্লাবের জয়লাভ।
গুহ লক্ষ্মীপুর ফুটবল টুর্নামেন্টে লল সুপার স্টার ক্লাব জয়লাভ করেছে।
ফরিদপুরে আজ ১৯ জুলাই গুহ লক্ষ্মীপুর ফুটবল টুর্নামেন্ট টানা তৃতীয় ম্যাচ ট্রাইবেকারে নিষ্পত্তি হয়েছে। এই ম্যাচ নিয়ে টানা তৃতীয় ম্যাচ নিষ্পত্তি হল ট্রাইবেকারে।
আজ গুহ লক্ষীপুর ফুটবল টুর্ণামেন্টে ম্যাচে মোকাবেলা করে লল সুপারস্টার বনাম সোহেল সুপারস্টার এ খেলার ফলা ফল আসে ট্রাইবেকারে। দুদল আক্রমণ প্রতিআক্রমণ মধ্যে দিয়ে খেললেও কোন গোল না হওয়ায় ট্রাইবেকারে লল সুপারস্টার দল ১/০ গোলে হারায় সোহেল সুপারস্টার ক্লাব কে।

বিজয়ী লল স্টার সুপার ক্লাব