• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৮শে মার্চ, ২০২৪ ইং
প্রতিবন্ধী ভিক্ষুক কে কর্মসংস্থানের ব্যবস্থা করল উই আর বাংলাদেশ (ওয়াব)

মানিক কুমার দাস,ফরিদপুর জেলা প্রতিনিধি:-প্রতিবন্ধী ভিক্ষুক আব্দুর রহমানকে কর্মসংস্থানের ব্যবস্থা করলো উই আর বাংলাদেশ (ওয়াব)।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে প্রতিবন্ধী ভিক্ষুক আব্দুর রহমানের হাতে হুইল চেয়ার ছাড়াও ব্যবসায়িক সামগ্রী হিসাবে গ্যাস সিলিন্ডার চুলা হাঁড়ি-পাতিলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করে তারা।
এর উদ্বোধন করেন ফরিদপুর পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান পিপিএম।

এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় পুলিশ সুপার জানান ওয়াব এধরণের কার্যক্রম এর আগেও করেছেন। ওয়াবের কার্যক্রম সফলতার সাথে সম্পন্ন হবে বলে জানান। একই সাথে উক্ত ব্যক্তি বেঁচে থাকার জন্য তাদের প্রয়োজন মেটাতে পারবে বলে আশা প্রদান করেন।
এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ওয়াবের এডমিন ও কোতয়ালী থানার সাব-ইন্সপেক্টর কবিরুল হক সাগর বলেন, আমরা নিয়মিত প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ সহ কর্মসংস্থানের ব্যবস্থা করে থাকি।
এর ফলে এদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীরকে সামনে এগিয়ে নেওয়ার তো চেষ্টা করছি মাত্র।
এসময় উপস্থিত ছিলেন মানবতা ফরিদপুর গ্রুপের সভাপতি ও ওয়াবের সদস্য মোঃ মেহেদী হাসান জুয়েল। এদিকে ওয়াবের উপহার পেয়ে প্রতিবন্ধী আব্দুর রহমান নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করেছেন। একই সাথে তিনি তাদের কার্যক্রম কে সাধুবাদ জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।