১৯ আগষ্ট শুক্রবার,ফরিদপুর
স্টাফ রিপোর্টারঃ“বন্ধু সব ফিরে দেখি শৈশব এই শ্লোগানে ” ফরিদপুর ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৯ ব্যাচের ঈদ পূর্ণ মিলনী রাজেন্দ্র কলেজ সংলগ্ন গ্রাউন্ড জিরো রেষ্টুরেন্টে আজ ১৯ আগষ্ট শুক্রবার দুপুর ২ টায় অনুষ্ঠিত হয়।
শুরুতে শুভেচ্ছা বিনিময়, দীর্ঘ ৩৩ বছর পর একত্রিত হয়ে একে অপরকে পেয়ে আবেগ আপ্লূত হয়ে পড়েন বন্ধু বান্ধবগণ। পরিচিত পর্ব শেষে মধ্যান্হভোজে শুরু হয়। এরপর একে একে কেক পর্ব এবং ফটোসেশনে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
আলোচনা পর্বে প্রতি বছর ইফতার মাহফিল, ঈদ পূর্ণমিলনী সহ বিভিন্ন অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএসসি ৮৯ ব্যাচের মোঃ ফারুক মিয়া,মোঃ হাসানুর রহমান রিয়াদ,মোঃ ইমতিয়াজ আহম্মেদ লেলিন, রিয়াদ আহম্মেদ,হেদায়েত কবির সাবরাজ, মতিয়ার রহমান মতি, ড. রেজভী মাহমুদ, মোঃ হারুনার রশিদ, শেখ আবুল কাসেম, মোহাম্মদ এনামুল হক আনিস ,হাসান,শহিদুল ইসলাম শাহীন,মোঃ বেলায়েত হোসেন, আরমান হোসেন,গালিব,মাহমুদুল হক রেজা, শেখ মোঃ কামরুজ্জামান,কার্তিক চন্দ্র বণিক,মোঃ মজিবুর রহমান, মোঃ আলমগীর, মোঃ হারুন অর রশিদ, মোঃ জাহিদুর রহমান নয়ন, সুজিৎ কুমার সাহা,মোঃ সাইফুল ইসলাম ছাবু,মোঃ জাহিদ হোসেন,সাঈদ সিদ্দিকী, মোঃ ফয়সাল ইসলাম,সেকেন্দার চৌধুরী,দেব কুমার সাহা, মোঃ আবু সায়েম খান,মোঃ আলীমুজ্জামান, মোঃ লুৎফর রহমান রাশেদ, সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল,মাসুদ রানা ও মোঃ রুহুল আমিন খান।