সালথা’য় প্রধানমন্ত্রীর ত্রাণ সুবিধা পেল ৬ হাজার ২’শ ৫০টি পরিবার
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের সালথায় করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া অসহায় ও দুস্থ্য পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ত্রান পৌঁছে দিয়েছেন উপজেলা প্রশাসন। গত ২৮ মার্চ থেকে শুরু হয় এ ত্রান বিতরণ। রবিবার (৯ এপ্রিল) পর্যন্ত উপজেলার আটটি ইউনিয়নে মোট ৬ হাজার ২৫০টি পরিবারের বাড়িতে এ ত্রান পৌঁছে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, এপর্যন্ত উপজেলার ৮টি ইউনিয়নে ৬ হাজার ২’শ ৫০টি কর্মহীন অসহায় পরিবারের বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান পৌঁছে দেওয়া হয়েছে। আমাদের কাছে এখনো ১৩০০ পরিবারের খাদ্য মজুদ আছে যা আগামী মঙ্গলবার আবারো উপজেলার ৮টি ইউনিয়নে ১২’শ ৫০টি পরিবারের মাঝে বিতরন করা হবে।
এছাড়াও মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্ঠ পুত্র রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবুর পক্ষে ৫শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
তাছাড়াও কারো জরুরী খাদ্যের প্রয়োজন হলে হটলাইনের ফোন পেলে আমরা সাথে তার বাড়িতে খাবার পৌছে দিচ্ছি। আমি আশাকরি উপজেলার কোন মানুষ খাদ্য অভাবে থাকবে না। দুর্যোগকালীন সময়ে সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত থাকবে। এসব ত্রান বিতরণে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পুলিশ, ইউপি চেয়ারম্যান, শিক্ষকবৃন্দ ও গ্রাম পুলিশ কাজ করে যাচ্ছেন।
এসময় তিনি উপজেলা বাসির উদ্দেশে বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে অতিবো জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বাহির হবেন না। সবাই ঘরে থাকার চেষ্টা করুন, বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি বন্ধ করুন, তাহলে করোনা প্রতিরোধ করা সম্ভব হবে। নিজে সচেতন হন, নিজে বাঁচুন, পরিবারকে বাঁচান, অন্যকে সচেতন করুন।
পূর্বের ন্যায় রবিবার সকালে উপজেলার সোনাপুর ইউনিয়নে ২৫০টি কর্মহীন অসহায় ও দুস্থ্য পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া প্রতিটি পরিবারের বাড়িতে ১০ কেজি চাল ও একটি করে মিনি সাবান পৌঁছে দেওয়া হয়েছে। এসময় ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু, উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী উপস্থিত ছিলেন।