• ঢাকা
  • মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
করোনা সচেতনতায় ফরিদপুর জেলা পুলিশের ব্যাতিক্রমী উদ্যোগ

জিল্লুর রহমান রাসেল, স্টাফ রিপোর্টারঃ সারাবিশ্বের মত দেশেও এখন চলছে করোনা সংক্রমণের ভয়াবহতা। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে আর মৃতের সংখ্যা শত এর কাছাকাছি। তবে এই সংক্রমণ প্রতিরোধে সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে ঘরে থাকা। আর এ লক্ষ্যে শুরু থেকেই নানাবিধ কাজ করে যাচ্ছে ফরিদপুর জেলা পুলিশ।

মানুষ যাতে খুব বেশি প্রয়োজন ছাড়া ঘর হতে বের হয়ে করোনা সংক্রমনের ঝুঁকি না বাড়ায় সেজন্য ব্যতিক্রমী এক উদ্যোগ হাতে নিয়েছে ফরিদপুরের পুলিশ বিভাগ। আজ রোববার (১৯-০৪-২০) সন্ধা হতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের উপর তারা করোনা ভাইরাস সম্বলিত আল্পনা এঁকে জনগণকে সচেতন করার উদ্যোগ নিয়েছে।
ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান বলেন, মানুষের মাঝে করোনা ভাইরাসের ব্যাপারে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আমাদের এই ব্যতিক্রমী আয়োজন, যাতে মানুষের মনে দাগ কাটে। করোনা আক্রান্ত হলে শুধু একজন মাত্র আক্রান্ত হবেন না বরং তার সাথে তার পরিবারও থাকবে বড় রকমের ঝুঁকিতে। এজন্য সকলেরই উচিত এই সময়ে ঘরে থাকা।
তিনি বলেন, সরকার সকলকে ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। আমরা সরকারের বাইরে না। মানুষ যাতে সরকারের নির্দেশনা মেনে ঘরে থাকতে উদ্বুদ্ধ হয় সেজন্য আমরা শহরের গুরুত্বপূর্ণ সড়কে এভাবে করোনা ভাইরাস সম্বলিত আল্পনা এঁকে জনগণকে সচেতন করছি।
ফরিদপুর পুলিশ বিভাগের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল ইসলাম নিজেই তুলি হাতে বিভিন্নস্থানে আঁকছেন এই আল্পনা। রবিবার রাতে তাকে দেখা গেলো শহরের জনতা ব্যাংকের মোড়ে আল্পনা আঁকতে।
ফরিদপুর কোতয়ালী থানার ওসি মোরশেদ আলম বলেন, শহরের থানার মোড়, জনতা ব্যাংকের মোড়, ভাঙ্গা রাস্তার মোড় ও পুলিশ সুপারের কার্যালয়ে প্রথম দিনে এ আল্পনা আঁকা হয়েছে। আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এভাবে আল্পনা আঁকা হবে। করোনা সংক্রমণ রোধে ফরিদপুরের পুলিশের এই ব্যতিক্রমী উদ্যোগ জনগণকে ঘরে থাকতে উদ্বুদ্ধ করবে বলে মনে করেন তিনি।
প্রসঙ্গত, দেশে করোনা সংক্রমণের ঝুঁকির শুরু থেকেই ফরিদপুরে পুলিশ বিভাগের উদ্যোগে সাধারণ জনগণকে সচেতন করতে গত মাসাধিককালযাবত মাঠ পর্যায়ে চলছে প্রচার প্রচারণা। জনসচেতনতার লক্ষ্যে তারা করোনা প্রতিরোধে করণীয় লিফলেট বিলি ছাড়াও মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিলি করছেন। খাদ্য সংকটে থাকা অনেক অসহায় পরিবারের খবর জানতে পেরে পুলিশ সদ্যস্যরা নিজ হাতে তাদের বাড়িতে বাড়িতে খাবারও পৌছে দিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।