দিনাজপুরে বাবা-মায়ের পর করোনায় আক্রান্ত দেড় বছরের শিশু
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলার সদর উপজেলায় দেড় বছরের একটি শিশু করোনা আক্রান্ত হয়েছে।রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) করোনা ল্যাব থেকে পাঠানো তথ্যে দিনাজপুর সদর উপজেলার নয়নপুরের একটি শিশুর শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে। এর আগে, ওই শিশুর বাবা-মা করোনায় আক্রান্ত হন। করোনা আক্রান্ত এই শিশুর পরিবারকে কয়েকদিন ধরে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।এ নিয়ে জেলায় ১১ জন করোনা আক্রান্ত হলেন।
দিনাজপুর জেলায় বর্তমান হোম কোয়ারেন্টাইনের সংখ্যা ২২২৫ জন এবং হোম কোয়ারেন্টাইন হতে অব্যাহতির সংখ্যা ১২৩৬ জন৷