• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
রাজশাহীর বাঘায় ভ্যানচালকদের মাঝে ত্রানের চাল বিতরন

মোঃ আলাউদ্দিন মন্ডল, রাজশাহী :সারা দেশে যখন করোনা ভাইরাসের প্রভাবে জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। তখন অসহায় ও কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষসহ ভ্যান চলকগণ। তাই ভ্যানচালকের কথা চিন্তা করে ত্রান সহায়তা প্রদান করেছেন দেশের সরকার প্রধান। এরই ধারাবাহিকতায় রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের নয়টি ওয়ার্ডে  ৭০০ ভ্যান চালকের মাঝে বরাদ্দকৃত ত্রাণের চাউল বিতরণ করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের আয়োজনে তেঁথুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ত্রান বিতরণ করা হয়। ইউনিয়নের ৭,৮, ও ৯ নং ওয়ার্ডের হরিণা, আড়পাড়া ও তেঁথুলিয়া এলাকার ভ্যানচাল ও নাপিতসহ মোট ২৬৭ জনের মাঝে ১০ কেজি চাল বিতরন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিন রেজা। তবে পৃথক পৃথক ভাবে ৯টি ওয়ার্ডের ৭০০ ভ্যান চালকের মাঝে তালিকা অনুযায়ী (১০কেজি চাল) বিতরন করা হয়। এতে প্রত্যেক ওয়ার্ড এর ইউপি সদস্য, গ্রামপুলিশ ও আনসার ভিডিপি সদস্য এবং স্বেচ্ছাসেবক কমিটির সদস্যরা ত্রাণ বিতরনে  সহযোগীতায়  করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.লায়েব উদ্দিন লাভলু, পল্লি উন্নয়ন কর্মকর্তা ইমরান আলী, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস,  ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান (শফিক) , ইউপি সচিব রফি আহমেদ, ওয়ার্ড সদস্য তুহিন উদ্দিন স্বপন, ইমাজ উদ্দিন ও মোহাম্মদ আলীসহ অন্যান্য ব্যাক্তিবর্গ। উপজেলা চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু বলেন, করোনা ভাইরাসের কারণে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা, আপনারা (ভ্যান চালকরা) হয়ে পড়েছেন কর্মহীন। তাই তিনি ত্রান নিতে আসা সকলকে ঘরে থাকার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর দেওয়া  ত্রান সঠিক ও সুষ্ঠুভাবে বিতরণ করা হচ্ছে বলেও জানান । উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া ত্রান ধারাবাহিক ভাবে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ভ্যানচালক, চায়ের দোকানদার ও ভিক্ষুকদের তালিকা করে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। বাকিদের অতি দ্রুত খাদ্য সহায়তা দেয়া হবে। এ সময় তিনি করোনার ভয়াবহতা সম্পর্কে জানান এবং সকল কে পারিবারিক সুরক্ষা নিশ্চিত করতে ঘরে থাকার নির্দেশ দেন।

ইউপি চেয়ারম্যান জানান, তিনি তার ইউনিয়নের চা দোকানদার, ভিক্ষুক ও হতদরিদ্র পরিবারের মাঝে পপর্যায়ক্রমে সুষ্ঠুভাবে সরকারের দেওয়া ত্রান বিতরন করেছেন। আজ তৃতীয় দফায় নয়টি ওয়ার্ডে মোট ৭০০ পরিবারের মাঝে চাল বিতরন সম্পন্ন হয়েছে। তবে যারা বাদ পড়েছে তারা স্বল্প সময়ের মধ্যে ত্রান সহায়তা পাবেন বলে জানিয়েছন।  এই চরম সংকটময় মুহুর্তে সরকারের দেওয়া ত্রানের ১০ কেজি চাল পেয়ে কর্মহীন হয়ে পড়া ভ্যান চালকরা হয়েছেন খুশী।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।