মনির মোল্যা, নিজস্ব প্রতিনিধি :সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের পক্ষে ফরিদপুর-২ আসনের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের অসহায় ও কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরেফিন সজিবের গ্রামের বাড়ি বল্লভদী ইউনিয়নের বাঊষখালীতে বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা এ ত্রান হিসাবে ৫০ জন দুস্থদের মাঝে চাল, ডাল, আলু, লবন, তেল, সাবান বিতরন করেন।
আরিফিন সজিব বলেন, করোনাভাইরাসের কারনে কর্মহীন হয়ে পরা অসহায় দুস্থ মানুষের কথা চিন্তা করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের পক্ষ থেকে খাদ্য সামগ্রী নিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছি । বিএনপি সব সময় সাধারন মানুষের পাশে ছিল পাশে আছে এবং আগামীতেও পাশে থাকবে ইনশাআল্লাহ ।