• ঢাকা
  • মঙ্গলবার, ২১শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই নভেম্বর, ২০২৪ ইং
টিসিবির শত শত খালি তেলের বোতল ভাসছে চিত্রা নদীতে

রমজানে নায্যমূল্যে বিক্রির জন্য আনা টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) সিলযুক্ত কয়েকশ খালি তেলের বোতল নড়াইলের চিত্রা নদীতে ভেসে বেড়াচ্ছে। শহরের রূপগঞ্জ-পংকবিলা খেয়া ঘাটের কয়েক মাঝি কিছু তেলের বোতল উদ্ধার করেছে।

জানা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে নড়াইল সদর, লোহাগড়া এবং কালিয়ার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে টিসিবির সয়াবিন তেল, ছোলা ও চিনি বিক্রির অপরাধে বেশ কয়েকজনকে পুলিশ আটক এবং পরে ভ্রাম্যমাণ আদালত জেল-জরিমানা করে। ধারণা করা হচ্ছে, আটক ও জেল-জরিমানার ভয়ে অবৈধভাবে ক্রয় করা কোনো ব্যবসায়ী টিসিবির ৫ লিটার এবং ২ লিটারের ক্যান থেকে তেল ড্রামে রেখে খালি বোতল পানিতে ফেলে দিয়েছে। শনিবার রাতের আঁধারে শহরের রূপগঞ্জ খেয়া ঘাটের কয়েক ডিঙ্গি নৌকার মাঝি এসব বোতল দেখতে পেয়ে তারা উদ্ধার করে।
এ ব্যাপারে নড়াইল সদর থানার ওসি মো. ইলিয়াছ হোসেন বলেন, বিষয়টি তার জানা নেই।
নড়াইলের নেজারত ডেপুটি কালেক্টও (এনডিসি) জাহিদ হাসান বলেন, বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। এভাবে কাউকে ধরা বেশ কঠিন। তবে আমরা আরও বেশি সতর্ক হবো।সময়ের আলো

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।