• ঢাকা
  • সোমবার, ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৪ ইং
রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু

মোঃ আলাউদ্দিন মন্ডল,রাজশাহী :      রাজশাহীর মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত সোয়া ২টার দিকে মারা যাওয়ার পর ওই নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে।ওই নারীর নাম পূর্ণিমা (৩৫)। তিনি কেশরহাট পৌরসভার খড়পট্রির সুকুমার কুমারের স্ত্রী। কয়েকদিন যাবত জ্বর-সর্দি-কাশি ছাড়াও শ্বাসকষ্ট ও পাতলা পায়খানায় ভুগছিলেন পূর্ণিমা। তার অবস্থার অবনতি হলে রোববার রাত সাড়ে ১০টার দিকে পরিাবরের সদস্যরা ওই নারীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।মোহনপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরিফুল কবির বলেন, গভীর রাতে রোগীর শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করা হয়। পরে তাকে রামেক হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এর পর পরিবারের সদস্যরা তার লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাতেই তার নমুনা সংগ্রহ করে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্য বিধি মেনে লাশের সৎকার করার নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।