• ঢাকা
  • মঙ্গলবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৩ ইং
এক হাজার পরিবারের মাঝে এফডিএর ত্রান বিতরণ   

মোঃ মাহফুজুর রহমান বিপ্লবঃ ফরিদপুর :বিশ্বের ভয়াবহ করোনা (কোভিট-১৯) পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের চলছে লকডাউন। থমকে গেছে সব ধরনের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। এরমধ্যে সবচেয়ে বিপাকে পড়েছে নিম্নশ্রেণীর খেটে খাওয়া মানুষ।এ পরিস্থিতি মোকাবেলায় দ্বিতীয়বার মতো  এক হাজার পরিবারের মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বেসরকারী উন্নয়ন সংস্থা এফডিএ ডেভেলপমেন্ট সোসাইটি।  আজ সোমবার সকাল ১০ টার সময় এফডি এর নিজ কার্যালয়  এ-ই কার্যক্রমের উদ্বোধন করেন  ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার। এ-ই সময় এফডিএর নির্বাহী পরিচালক বলেন, বর্তমান দেশের পরিচিতি মোতাবেক আমাদের এ-ই কার্যক্রম দ্বিতীয়বার মতো চলছে  ।

জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্রদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ আরো তিন-চর  দিন চলমান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন,  এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুজ্জামান, বিএফএর নির্বাহী পরিচালক আনম ফজলুল হাদি সাব্বির, কো-অর্ডিনেটর আবু সাহের আলম, ডিগ্রীরচর ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি হাসান মিন্টু সহ সাংবাদিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় প্রত্যেকটি  পরিবারকে ১০ কেজি চাল, ১ লিটার তেল, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি লবন ও একটি সাবান দেয়া হয়। সদর উপজেলার ডিগ্রিরচর, নর্থচ্যানেল, অম্বিকাপুর ও আলিয়াবাদ ইউনিয়ন ছাড়াও পৌরসভার কিছু এলাকার বাসিন্দাদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।