• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
সদরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলায় জরিমানা ও জেল

ছবিঃ সদরপুর বাজারে ভ্রাম্যমান আদালতের চিত্র।

মোঃসাব্বির,হাসান,সদরপুর,ফরিদপুরপ্রতিনিধিফরিদপুরের সদরপুরে করোনা পরিস্থিতিতে দেয়া সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসায়ী প্রতিষ্ঠান দোকানপাট খোলা রাখায় ২৮ব্যবসায়ী কে ২১ হাজার টাকা জরিমানা ও এক চা দোকানীকে ১৫দিনের বিনাশ্রম দন্ড প্রদান করা হয়েছে।

আজ সোমবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত উপজেলা শহর ও উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যান আদালত পরিচালনা করে এসব দোকানীকে অর্থদন্ড ও জেল প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে বাজারের আইন অমান্যকারী দোকানীদেও উপজেলা শহরের কাপড় ব্যবসায়ী ও উপজেলার প্রত্যান্ত অঞ্চলের বিভিন্ন ব্যবসায়ীকে পৃথক পৃথক ভাবে মোট ২১হাজার টাকা জরিমানা করা হয়েছে। এবং কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবী এলাকায় সরকারি আদেশ অমান্য করে লোক জনসমাগম করে চা দোকান খোলা রাখার দায়ে দোকান মালিক মোঃ গিয়াস ফকির(৫০) কে ১৫দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। গিয়াস ফকির ওই এলাকার মৃত বারেক ফকিরের পুত্র। ১৮৬০এর ১৮৮ধারায় তাকে এ দন্ড দেয় ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম সজল চন্দ্র শীল। অপরদিকে করোনা বিষয়ে জনগনের মাঝে সচেতনতা মূলক হ্যান্ড মাইংকিং করা হয়।

সদরপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সজল চন্দ্র শীল জানান, করোনা পরিস্থিতিতে দেয়া সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় এসব ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।