• ঢাকা
  • বুধবার, ১লা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই অক্টোবর, ২০২৪ ইং
দিনাজপুর জেলায় কোভিড-১৯ এর সংক্রমণের ফলে উদ্ভুত পরিস্থিতি এবং গৃহীত পদেক্ষেপসমূহ    

মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিঃ   দিনাজপুর জেলা হতে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ পরীক্ষার জন্য ল্যাবেরটরীতে প্রেরিত নমুনার সংখ্যা ৩৭ টি এবং অদ্যাবধি প্রেরিত নমুনার সংখ্যা ২৫০ টি। এখন পর্যন্ত মোট ২০০ টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গিয়েছে। গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় ০১ জন কোভিড-১৯ পজিটিভ রোগী সনাক্ত হয়েছে। আক্রান্ত শিশু দিনাজপুর সদর উপজেলার অধিবাসী। এ নিয়ে এখন পর্যন্ত দিনাজপুর জেলায় কোভিড-১৯ পজিটিভ হওয়া রোগীর সংখ্যা ১১ জন (দিনাজপুর সদর-০৪ জন, নবাবগঞ্জ-০৩ জন, ফুলবাড়ী-০১ জন, পার্বতীপুর-০১ জন, বোচাগঞ্জ-০১ এবং ঘোড়াঘাট-০১ জন)।

দিনাজপুর জেলায় গত ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন জেলা হতে আগত ৬০০ জন ব্যক্তির হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে প্রেরিত ব্যক্তির সংখ্যা ৪,৪৬১ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে ৪8 জন ব্যক্তি। গত ২৪ ঘন্টায় কোয়ারেন্টাইনের নির্ধারিত সময়কাল অতিক্রম করা ব্যক্তির সংখ্যা ১৪৯ জন এবং এখন পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র প্রাপ্ত ব্যক্তির সংখ্যা ১,২৪২ জন। গত ২৪ ঘন্টায় ০১ জন সহ মোট ১১ জন করোনা আক্রান্ত হওয়া ব্যক্তিকে আইসোলেশন করা হয়েছে।

দিনাজপুর জেলায় ১৩ টি উপজেলা ও ৯ টি পৌরসভায় এখন পর্যন্ত ১২৩৩.৭৫০ মেঃটন চাল, জি.আর ৫৩,৯৩,৭৫০/- (তিপ্পান্ন লক্ষ তিরানব্বই হাজার সাতশত পঞ্চাশ) টাকা (পণ্য ক্রয়ের মাধ্যমে) ১,৬৩,০৫০ টি পরিবারের মাঝে এবং শিশু খাদ্য বাবদ ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা (পণ্য ক্রয়ের মাধ্যমে) ১,৪০০ জনের মাঝে বিতরণের জন্য উপ-বরাদ্দ দেয়া হয়েছে। তন্মধ্যে ৯৮৩.৭৫০ মেঃটন চাল এবং ৪২,৬৮,৭৫০/- টাকায় ক্রয়কৃত আলু/মসুর ডাল ১,২১,৪৫০ টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। অবশিষ্ট বরাদ্দকৃত ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।

গত ২৪ ঘন্টায় জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে মোট ৩৫ টি মামলায় কোয়ারেন্টাইন মেনে না চলা, সামাজিক দূরত্ব বজায় না রাখা, আদেশ অমান্য করে গণপরিবহণ চালানো, বন্ধ রাখার নির্দেশ প্রাপ্ত হওয়া সত্ত্বেও দোকান খোলা রাখা ইত্যাদিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৩৫ জন অভিযুক্তকে সর্বমোট ৫৫,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।