মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ কোভিড-১৯ যা করোনা ভাইরাস নামে পরিচিত –করোনা ভাইরাসে সমগ্র বিশ্ব আজ আর্থিক কর্মকান্ড থেকে বিরত থাকায় গরিব অসহায় মানুষেররা কাজ কর্ম না করতে পারায় পৃথিবী ব্যাপি অভাব ও দুর্যোগে সৃষ্টি হওয়ায়, জননেত্রী মাননীয় প্রাধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সমগ্র জেলায়, ত্রান বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন,এবং তিনি সমাজের বিত্তবান মানুষদেরকে দেশের অসহায় গরিব মানুষদের পাঁশে দাড়ানোর আহব্বান জানিয়েছেন৷করোনা ভাইরাসের কারনে বিশ্ব আজ এক মারাত্মক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে। বিপন্ন হয়ে পড়েছে আজ অজস্র মানুষের জীবন।করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মানুষ বাধ্য হচ্ছে লকডাউন এ যেতে। এতে দূর্ভোগে পড়েছে গৃহে অবস্থানরত প্রতিদিন খেটে খাওয়া অসহায় ও দুস্থ্য মানুষেরা। দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের ঘরে বন্দী হয়ে পড়া অসহায় ও দুস্থ্য মানুষদের ১২০ টি পরিবারের মাঝে খাদ্য উপহার পৌঁছে দেন উক্ত ইউনিয়নের ক্ষুদ্র ব্যবসায়ী শাহিন,রেজা ও শাহিনুর।
সোমবার (২০ এপ্রিল) দিনাজপুর সদর উপজেলার ৬ নং আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের আউলিয়াপুর ও বানপুকুর গ্রামের করোনা ভাইরাসের কারনে ঘরে বন্দী হয়ে পড়া অসহায় ও দুস্থ মানুষদের ১২০ টি পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য উপহার পৌঁছে দেন তারা।
এসময় তারা বলেন, দিনাজপুরে প্রাণঘাতি করোনার হাত থেকে রক্ষার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। সমাজের অসহায় মানুষ ঘরবন্দী জীবনযাপন করছে।তাদের খাদ্য সংকট আজ চরমে। এ অবস্থায় কোন বিত্তবান মানুষ হাত গুটিয়ে বসে থাকতে পারে না। অসহায় মানুষকে সহায়তার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।যারা এ কাজে এগিয়ে আসবে না, তাদের বিত্ত বৈভব কোন কাজে আসবে না। সমাজের মানুষ যদি আপনার থেকে উপকৃত হতে না পারলো, তাহলে আপনার জীবনের সঞ্চিত সব সম্পদই বৃথা। আমরা কেউই সম্পদ কবরে নিয়ে যেতে পারবো না।তাই এখনই সময়, মানুষের পাশে দাঁড়ানোর। সবাই একযোগে কষ্টে থাকা মানুষকে সাহায্যের হাত বাড়ালে সবাই শান্তিতে থাকতে পারবো।
দিনাজপুর জেলায় মোট করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা ১১ জন।