• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
নাগরপুরে ধান কাটতে মাঠে -ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম

নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগর পুর উপজেলার কাঠুরি গ্রামের কৃষক জহিরুল ইসলামের জমিতে কৃষকদের সাথে ধান কাটায় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।

আজ সোমবার ২০ এপ্রিল সকালে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত নমুনা শস্য কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম।
এ সময় তিনি কাস্তে হাতে কৃষি জমিতে নেমে নিজ হাতে ধান কেটে নমুনা শস্য কর্তন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস জানান, চলতি মৌসুমে উপজেলার প্রায় ১৬ হাজার হেক্টর জমিতে বরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে ব্রি ২৮ ও ২৯ জাতের ধানের ফলন সবচেয়ে বেশি ভাল হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী মাসের মধ্যে কৃষকরা ধান ঘরে তুলতে পারবে।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, করোনা ভাইরাসের কারনে ধান কাটা যেন বিঘ্নিত না হয়। সেদিকে লক্ষ্য রেখে কৃষি অধিদপ্তর সহ উপজেলা প্রশাসন সর্বদা কৃষকদের পাশে আছে। করোনায় কৃষকদের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি খেয়াল রেখে তাদের জন্য মাস্ক, সাবান ও স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জামের ব্যবস্থা করা হবে।

এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও কৃষকগণ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।