র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জেলা প্রশাসন, জেলা পুলিশ বরগুনা যৌথ উদ্যোগে অদ্য ২০/০৪/২০২০ইং তারিখ দুপুর ০২.০০ ঘটিকায় বরগুনা সদর এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মোটরসাইকেল নিয়ে অযথা ঘুরাঘুরি করা, হোম কোয়ারেন্টাইন না মানা, সামাজিক দুরত্ব বজায় না রাখা ইত্যাদির অপরাধে মোটর সাইকেল চালক মোঃ মহাসিন সিকদার (২৬), পিতা-ছালাম সিকদার, সাং- দক্ষিণ হেউলি বুনীয়া, থানা- সদর, জেলা- বরগুনাকে ২,০০০/- টাকা, অযথা ঘুরাঘুরি করায় মোঃ আবুল হোসেন (৩৮), পিতা-আজাহার আলী আকন, সাং- থানা পাড়া , থানা- সদর, জেলা- বরগুনাকে ৫,০০/- টাকা সর্বমোট ২,৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নিজাম উদ্দীন, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনা অর্থদন্ড ধার্য করেন। বাংলাদেশ দন্ড বিধি আইনের ২৫৯/১৮৮ ধারা মোতাবেক অর্থদন্ড দন্ড প্রদান করা হয়। উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়ানো ও হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার লক্ষ্যে সরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্য, মুদি দোকান ও ফার্মেসী ব্যতীত অন্যান্য সকল দোকান পাট বন্ধ রাখার জন্য নির্দেশনা প্রদান করলেও কিছু কিছু ব্যক্তি এই নিষেধাজ্ঞা অমান্য করে চলছে বিধায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন পটুয়াখালী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার,মোঃ রইছ উদ্দিন।