• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়,ম্যাচ সেরা সাকিব আল হাসান

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক :-

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। দীর্ঘ ১০ মাস পর জয় দিয়ে ক্রিকেটে ফিরল বাংলাদেশ দল।

টস জিতে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের নতুন অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে ব্যাটিং করে উইন্ডিজ দল ৩২.২ ওভারে মাত্র ১২২ রানেই গুটিয়ে যায়। জবাবে ৩৩ দশমিক ৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ক্যারিবীয়দের দেওয়া ১২৩ রানের টার্গেটে পৌঁছে যায় বাংলাদেশ দল। এ জয়ের ফলে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে এগিয়ে গেল টাইগাররা।

বাংলাদেশ দলপতি তামিম ইকবাল সর্বোচ্চ ৪৪ রান করেন। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা সাকিব আল হাসান করেন ১৯ রান। লিটন দাসের ব্যাট থেকে আসে ১৪ রান। এছাড়া মুশফিকুর রহীম ১৯ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৯ রানে অপরাজিত থাকেন।

সাকিব মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট নেন। এছাড়া অভিষিক্ত হাসান মাহমুদ দখল করেন ৩টি উইকেট। কাটার  মাস্টার মুস্তাফিজুর রহমানের শিকার দুই উইকেট। অলরাউন্ডার নৈপুণ্য প্রদর্শন করা সাকিব হন ম্যাচসেরা। দ্বিতীয় ওয়ানডে আগামী শুক্রবার একই মাঠে অনুষ্ঠিত হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।