নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের বিভিন্ন হাওর পরিদর্শনে সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান। দ্রুত হাওরের পাকা ধান কাটার নির্দেশনা দেন স্থানীয় উপজেলা প্রশাসনকে। একদিকে মহামারী করোনাভাইরাস আতঙ্ক আর ধান কাটার শ্রমিক সংকট অন্যদিকে হাওর অধ্যুষিত সুনামগঞ্জে টানা বৃষ্টিপাতসহ আগাম বন্যার আশংকায় অতি দুষচিন্তায় রয়েছে সুনামগঞ্জ কৃষক পরিবার গুলো। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী দুই সপ্তাহ সময় খুবই ঝুঁকিপূর্ণ। সরকারের পক্ষ থেকে কৃষকদের দ্রুত ধান কাটার আহবান জানানো হয়েছে। সরকারের এই বার্তা নিয়ে সুনামগঞ্জের হাওরে হাওরে ঘুরছেন প্রশাসনের কর্মকর্তারা। আজ ২০ এপ্রিল সোমবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত সুনামগঞ্জের দিরাই উপজেলার বারম ও চাপতির হাওরে কৃষকদের দ্রুত পাকা বোরো ধান কাটায় উদ্বুদ্ধ করতে হাওর পরিদর্শন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান। চলমান করোনা সংক্রমণের ফলে বিশ্বে কৃষি ও অকৃষি উৎপাদনে স্থবিরতা দেখা দিয়েছে। হাওরাঞ্চলে উৎপাদিত ধান রক্ষা করা না গেলে ভবিষ্যতে খাদ্য সংকট দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে বিভাগীয় কমিশনার মোহাম্মদ মশিউর রহমান বলেন ধান কাটা শ্রমিক সংকটের কারনে সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের ধান কাটার মেশিন দিয়েছে। যেসব হাওরে ধান কাটার উপযুক্ত হয়েছে, অন্য হাওর এলাকার কম্বাইন্ড হারভেস্টার ও রিপার মেশিন সেসব এলাকায় নিয়ে আসা হবে। উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কেউ শ্রমিক আনতে চাইলে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগীতা করা হবে। শ্রমিক পরিবহনের প্রয়োজনীয় সকল সাপোর্ট দেয়া হবে। শ্রমিকেরা যাতে ন্যায্য মজুরি পায় এবং শ্রমিকদের ত্রাণসামগ্রী প্রদান করা হবে। বিভিন্ন শ্রেণী পেশার লোকজনসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে ধান কাটার জন্য এগিয়ে আসতে হবে। এসব কথা বলেন। এসময় উপস্থিত চিলেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আসিফ ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রাশেদ ইকবাল, পাউবোর সিলেট বিভাগীয় প্রধান প্রকৌশলী মোঃ নিজামুল হক ভূইঁয়া, অতিরিক্ত পরিচালক নিবাস দেবনাথ, নির্বাহী প্রকৌশলী সাবিবুল ইসলাম, দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফি উল্লাহ, সহকারী কমিশনার (ভুমি) ফারিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা আবু মোহাম্মদ মনিরুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহিন আলম, জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, দিরাই প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী, অনলাইন প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ছোবা মিয়া প্রমুখ।