• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
ইবিতে আধুনিক ডিজিটাল টেলিফোন একচেঞ্জ উদ্বোধন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি)ডিজিটাল টেলিফোন একচেঞ্জ উদ্বোধন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী।

আজ বৃহস্পতিবার(২০ আগস্ট)বেলা ১টায় প্রশাসন ভবনের নীচতলায় এটির উদ্বোধন করেন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. এম. শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মো: সেলিম তোহা।

সরকারের দেয়া সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে বহুদিন পর প্রত্যাশিত এই আধুনিক টেলিফোন একচেঞ্জটি বিশ্ববিদ্যালয়ে স্থাপিত হলো। নতুন এই ডিজিটাল একচেঞ্জ স্থাপনের ফলে শিক্ষক-কর্মকর্তাদের টেলিফোন সমস্যা দূরীভুত হবে বলে আশা করা যায়।
প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী ভাইস চ্যান্সেলর হিসাবে এবং প্রফেসর ড. মো: সেলিম তোহা ট্রেজারার হিসাবে সাফল্যের সাথে তঁাদের ৪ বছর মেয়াদপূর্তির শেষ দিনেও টেলিফোন একচেঞ্জ উদ্বোধন ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে কর্মব্যস্ত দিন অতিবাহিত করেন।
প্রধান প্রকৌশলী (ভার:) আলিমুজ্জামান টুটুলের সঞ্চালনায় টেলিফোন একচেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (ভার:) এস এম আব্দুল লতিফ, ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মো: জাকারিয়া রহমান, আইআইইআর-এর পরিচালক প্রফেসর ড. এম. মেহের আলী, সাবেক প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, প্রক্টর প্রফেসর ড. পরেশ চন্দ্র বম্র্মন, পরিবহন প্রশাসক  প্রফেসর ড. মো: রেজওয়ানুল ইসলাম, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. আতিকুর রহমান,পরিকল্পনা ও উন্নয়ন অফিসের পরিচালক (ভার:) এইচ এম আলী হাসান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভার:) একে আজাদ লাভলু, অতিরিক্ত রেজিস্ট্রার (ভার:) ড. মো: নওয়াব আল খান, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মো: আলমগীর হোসেন, এস্টেটের প্রধান মো: সাইফুল ইসলাম, সাধারণ কর্মচারী সমিতির সভাপতি মো: আতিয়ার রহমান প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।