নিজস্ব প্রতিনিধি :-নোয়াখালীর কবিরহাটে এক প্রতিবন্ধী কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগে এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ।
আটক আবুল হোসেন মেম্বার (৫২), উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য এবং একই এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।
শনিবার (২০ মার্চ) বিকেল ৪টায় উপজেলার ঘোষবাগ ইউনিয়নের মধ্য সোনাদিয়া গ্রাম থেকে তাকে আটক করে পুলিশ।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে ভিকটিমের মা বাদী হয়ে এ ঘটনায় মামলা দায়ের করেছেন।
ওসি টমাস বড়ুয়া বলেন, নির্যাতিতা কিশোরীর মা প্রতিবন্ধী মেয়ে ও এক ছেলেকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করে। গতকাল শুক্রবার বিকেল শারীরিক প্রতিবন্ধী কিশোরী ঘরে একা ছিল। ওই সুযোগে আবুল হোসেন মেম্বার কিশোরীকে জোর পূর্বক তাদের বসত ঘরে ঢুকে ধর্ষণ করে। এসময় তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে হোসেন মেম্বার পালিয়ে যায়। কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আটক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে রোববার বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।