উজ্জ্বল হাসান তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধিঃ
কেন্দ্রীয় ছাত্রলীগের আহ্বানে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে এর নির্দেশনায় কৃষকের পাকা ধান কেটে দিলো তাহিরপুর উপজেলা ছাত্রলীগ।মঙ্গলবার(২১) এপ্রিল সকাল থেকেই তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ভাটি তাহিরপুর গ্রামের কৃষক মোঃ অলিদ মিয়ার জমির পাকা ধান কাটা শুরু করলেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগ।কৃষক অলিদ মিয়া কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন।করোনা পরিস্থিতির কারনে শ্রমিক না পাওয়ায় তার পাকা ধান কাটতে সমস্যা হচ্ছিলো খবর পেয়ে তাহিরপুর উপজেলা ছাত্রলীগ কৃষক অলিদ মিয়ার ৩ বিঘা জমির পাকা ধান কেটে দেয়।উপজেলা ছাত্রলীগ নেতা আশ্রাউল জ্জামান ইমন এর উদ্দোগে ৩৩ জন ছাত্রলীগের নেতা কর্মী সেচ্ছাসেবী হিসেবে কাজ করেন জমিতে।ছাত্রলীগ নেতা ইমন জানান সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে কৃষকদের পাশে থাকতে নির্দেশনা দিয়েছেন।ছাত্রলীগ যেকোনো মানবিক সংকটে সাধারন মানুষের পাশে থাকে।করোনা মোকাবেলায় মাঠে থেকে সর্বোচ্চ কাজ করছে ছাত্রলীগ।এরই ধারাবাহিকতায় খবর পাই শ্রমিক সংকটের কারনে কৃষক অলিদ মিয়া তার পাকা ধান কাটতে পারছে না।কালবৈশাখী মাসে যেকোনো সময়ে ঝড় বৃষ্টি হলে অকাল বন্যায় ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশংকা থাকে তাই আমরা ছাত্রলীগের ৩৩ জন নেতাকর্মী ধান কাটার সরঞ্জাম নিয়ে জমিতে হাজির হয়ে উদ্দোগ নেই।এ সময় অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসানুজ্জামান শোভন,জাহিদ হাসান রুবেল,আল তায়েফ শাওন,রুবায়েত আলম রুবেল,লুৎফর রহমান সোহাগ,আহমেদ জুয়েল,রকিব রহমান,কফি আনান,রবিন,উদয়,সাগর,সৌরভ,রাজন,জিসান প্রমুখ।