• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৪ ইং
সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে

বেন স্টোকস ও স্টুয়ার্ট ব্রড জ্বলে উঠলেন আবার। শেষ দিনে এই দুইয়ের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে দারুণ জয় তুলে নিল ইংল্যান্ড। সিরিজে ফেরাল ১-১ এ সমতা।

ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে সোমবার ম্যাচের পঞ্চম দিনে ১১৩ রানের জয় তুলে নেয় ইংল্যান্ড।

২ উইকেটে ৩৭ রান নিয়ে শেষ দিন শুরু করেছিল ইংলিশরা। বেন স্টোকসের ৫৭ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংসে ৩ উইকেটে ১২৯ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় দলটি।

তাতে চতুর্থ ইনিংসে ৮৫ ওভারে ৩১২ রানের লক্ষ্য দাঁড়ায় ক্যারিবীয়দের সামনে। সফরকারী দলটির ইনিংস শেষ পর্যন্ত থামে ১৯৮ রানে। ৭০.১ ওভার পর্যন্ত ব্যাটিং করেছে তারা।

প্রথম ইনিংসে ৯ উইকেটে ৪৬৯ রান তুলে ইনিংস ঘোষণা করেছিল ইংল্যান্ড। বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে করেছিল ২৮৭ রান।

ম্যাচের তৃতীয় দিন একটি বলও খেলা না হওয়ায় ইংল্যান্ডের কাজটা কঠিন যায়। কিন্তু শেষ দুই দিনে প্রতিপক্ষের ১৯ উইকেট তুলে নিয়ে ঠিকই জয় আদায় করেছে জো রুটের দল।

দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেছেন শামারাহ ব্রুকস। দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেন জার্মেইন ব্ল্যাকউড। অধিনায়ক জ্যাসন হোল্ডার তৃতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন।

ব্রড সর্বাধিক ৩ উইকেট নেন। ২টি করে উইকেট নিয়েছেন ক্রিস উকস, বেন স্টোকস ও ডোমিনিক বেস।

দুর্দান্ত অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন বেন স্টোকস। প্রথম ইনিংসে যিনি খেলেছিলেন ১৭৫ রানের অনবদ্য ইনিংস। সঙ্গে প্রথম ইনিংসে বল হাতে নিয়েছিলেন ১ উইকেট।

একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৪ জুলাই। যেটি এখন অঘোষিত ফাইনাল বলা চলে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।