• ঢাকা
  • মঙ্গলবার, ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মে, ২০২৪ ইং

সফল নারী উদ্যোক্তা

শাহীদা বেগমের পেঁয়াজ বীজ মাঠ পরিদর্শন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালকের

কে এম রুবেল, ফরিদপুর।

কালোসোনা খ্যাত পেঁয়াজ বীজ উৎপাদন করে সারা দেশে আলোড়ন সৃষ্টিকারী সফল কৃষি উদ্যোক্তা, স্ট্যান্ডার্ড চার্টার্ড-চ্যানেল আই এগ্রো অ্যাওয়ার্ড, এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড ও অনন্যা শীর্ষদশ সম্মাননা প্রাপ্ত কৃষানী শাহীদা বেগমের পেঁয়াজ বীজের মাঠ পরিদর্শণ করেছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ স্বপন কুমার খঁা।
এ সময় মাঠে উপস্থিত ছিলেন, কৃষানী শাহীদা বেগম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুরের জেলা প্রশিক্ষণ অফিসার এ কে এম হাসিবুল ইসলাম,অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো: রকিবুল ইসলাম, মনিটরিং অফিসার মো:সাখাওয়াত হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার আবুল হোসেন মিয়া,উপজেলা কৃষি অফিসার কামরুজ্জামান। পেঁয়াজ বীজ মাঠ পরিদর্শন কালে অতিরিক্ত পরিচালক কৃষিবিদ স্বপন কুমার খঁা সফল উদ্যোক্তা শাহীদা বেগমকে পেঁয়াজ বীজ সংরক্ষণে বিষয়ে পরামর্শ প্রদান করেন এবং কৃষি বিভাগের পক্ষ থেকে সবধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
সফল উদ্যোক্তা শাহীদা বেগম বলেন, চলতি মৌসুমে ৩০ একর জমিতে উন্নত জাতের বারি-৫, সুকসাগর, বারি ১, কিংসহ বিভিন্ন জাতের বীজ করা হয়েছে। আশা করছি সামনের দিনগুলোতে আবহাওয়া অনুকুলে থাকলে ভালো ফলন পাবো।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।