• ঢাকা
  • মঙ্গলবার, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ ইং
২য় দফায় গোবিন্দগঞ্জ হতে ২৫ জন ধান কাটার শ্রমিক প্রেরণ

পুলিশের টার্গেট ৪ হাজার শ্রমিক পাঠানোর

মোঃ ওয়াজেদ আলী,গাইবান্ধা জেলা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জ ২১ এপ্রিল মঙ্গলবার থানা এলাকা হতে ২য় দফায় ২৫ জন ধানকাটা শ্রমিককে ধান কাঁটতে প্রেরন করা হয়েছে।

জানা গেছে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক আজ দুপুর ১২ টায় গোবিন্দগঞ্জ থানা এলাকা হতে ২য় দফায় ২৫ জন ধানকাটা শ্রমিক গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে দেয়া বাসে করে বগুড়া জেলার নন্দীগ্রাম অঞ্চলে রওনা দেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার সদরদপ্তর আবু খায়ের, উপজেলা কৃষি কর্মকতা খালেদুর রহমান,থানা অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান, টিআই আব্দুর নূর আলম টি আই রুহুল, ইন্সপেক্টর তদন্ত আফজাল হোসেন।
এর আগে শ্রমিকদের করোনা সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা দেন অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে শ্রমিকদের মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
এ সময় বক্তব্যকালে অতিরিক্ত পুলিশ সুপার আবু খায়ের জানান, গোবিন্দগঞ্জ থানা এলাকা হতে প্রায় ৪ হাজার শ্রমিক দেশের ধান উৎপাদন এলাকা হাওর, বাওড় ও চলনবিল অঞ্চল প্রেরণের পদক্ষেপ নিয়েছেন গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
এর আগে গতকাল ২০ এপ্রিল সোমবার গোবিন্দগঞ্জ হতে ২২ জন শ্রমিক নাটোরের চলনবিল এলাকায় পাঠানো হয় এ নিয়ে ৪৭ জন শ্রমিক পাঠানো হলো।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।