• ঢাকা
  • শুক্রবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ ইং
লালপুরে কৃষককে মারপিট ঘটনায় আরো দুই আসামী গ্রেপ্তার

মোঃ ওয়াজেদ আলী,গাইবান্ধা প্রতিবেদক : সরকারী হট লাইন ৩৩৩ নম্বরে ফোন করে ত্রাণ সহায়তা চাওয়ার কারণে নাটোরের লালপুরে শহিদুল ইসলাম নামে এক কৃষককে মারপিটের ঘটনায় অভিযুক্ত অপর দুই আসামী এবি ইউপির ৫ নং ওয়ার্ডের সদস্য রেজা এবং রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ এপ্রিল ২০২০) দুপুরে পাবনার ঈশ্বরদীর আরামবড়িয়া এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

লালপুর থানার অফিসার ইনচার্জ মো. সেলিম রেজা জানান, এই মামলার পলাতক দুইজন আসামী ইউপি সদস্য রেজা ও রুবেলকে রবিবার দুপুরে পাবনার ঈশ্বরদীর আরামবড়ীয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে নাটোর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে গত শুক্রবার এই মামলার প্রধান আসামী ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়।
উল্লেখ্য, নাটোরের লালপুরের আঙ্গারিপাড়া গ্রামের কৃষক শহিদুল ইসলামসহ গ্রামের প্রায় ৩শ মানুষ করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়ে। টিভি স্কীনের মাধ্যমে জানতে পেরে গত ১০ এপ্রিল সরকারী হটলাইন ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা চান তিনি। এর দুইদিন পর স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার চৌকিদার দিয়ে তাকে ডেকে এনে মারধর করেন। এরপর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। তবে কৃষক শহিদুলের পরিবর্তে অপর একজনের রক্তমাখা ছবিটি ভাইরাল হয়। এরপর গত ১৫ এপ্রিল ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার সহ ৩ জনের বিরুদ্ধে লালপুর থানায় মামলা দায়ের করে ভুক্তভোগী কৃষক শহিদুল ইসলাম।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।