আতিয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ভাই ব্রাদার একাদশের জয়লাভ
আতিয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ভাই ব্রাদার একাদশের জয়লাভ করেছে।
শহরের অম্বিকাপুরে অনুষ্ঠিত আতিয়ার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট জয়লাভ করেছে ভাই ব্রাদার একাদশ। আজ শুক্রবার বিকেলে অনুষ্ঠিত খেলায় তারা ৩/১ গোলে ফাহাদ ইলেকট্রনিক্স দলকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে আসিফ দুটি এবং রহমান একটি গোল করেন। অন্যদিকে পরাজিত দলের পক্ষে একমাত্র গোলটি করে রাহিম।