নিজস্ব প্রতিবেদক:-ফরিদপুরের সালথা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) ফোন নম্বর ক্লোন করে প্রতারণার অভিযোগ উঠেছে।
সোমবার (২১ আগস্ট) দুপুরে এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করার জন্য সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেন।
ওই ফেসবুক পোস্টে বলা হয়- “সহকারী কমিশনার (ভূমি) সালথা এর ব্যক্তিগত নম্বর ক্লোন করে প্রতারক চক্র প্রতারণা করছে। এবিষয়ে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।”
এ বিষয়য়ে বক্তব্য জানতে সালথা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) শাহাদাত হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
তবে এব্যাপারে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন শাহিন বলেন, রবিবার (২০ আগস্ট) এসিল্যান্ডের ফোন নম্বরটি ক্লোন করা হয়। নম্বরটা ক্লোন করে বিভিন্ন জনের কাছে বিকাশে টাকা চাওয়া ও ফ্যাক্সি লোডের কথাও বলা হয়। আমরা বিষয়টি সোমবার (২১ আগস্ট) বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে সবাইকে সতর্ক করি।