রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বাজারের বেলতলা মোড়ে তুবা ইলেকট্রিক্স থেকে ভিশন টিভি ক্রয় করে ২৫ হাজার টাকা ওয়ারেন্টি প্লাস অফার জিতলেন সাজেদুর রহমান।
সাজেদুর রহমানের বাড়ি নওগাঁর ধামুইরহাট উপজেলার আমাইতাড়া গ্রামে। তিনি গত শনিবার তুবা ইলেকট্রিক্স থেকে ভিশন ২৪ ইংচি একটি টিভি ক্রয় করেছিলেন। ওয়ারেন্টি প্লাস অফারে এসএমএসের মাধ্যমে ২৫ হাজার টাকা পুরস্কার লাভ করেন তিনি।
মঙ্গলবার বিকেলে তুবা ইলেকট্রিক্সে সৌভাগ্যবান বিজয়ী সাজেদুর রহমানের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন ভিশন কোম্পানির সহকারি জেনারেল ম্যানেজার আনিসুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, ভিশন কোম্পানির জোনাল ম্যানেজার আশরাফুল ইসলাম, তুবা ইলেকট্রনিক্স ও আকাশ ইলেকট্রনিক্স এর পরিচালক আবুল হোসেন আকাশ প্রমুখ।
তুবা ইলেকট্রিক্স থেকে ভিশন এর পণ্য কিনে ওয়ারেন্টি প্লাস অফারে এসএমএসের মাধ্যমে সকলেই পুরস্কার পেয়েছেন। ৫ শত টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত পুরস্কার পাচ্ছেন ক্রেতারা। কোন ক্রেতা যদি ২৫ হাজার টাকা পুরস্কার পান সে ক্ষেত্রে ভিশনের পক্ষ থেকে কর্মকর্তারা এসে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন বলে জানা গেছে।