• ঢাকা
  • শুক্রবার, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ফরিদপুরে ১৬টি চোরাই মোবাইলসহ গ্রেফতার ৩

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের মধুখালী উপজেলায় ১৬ টি চোরাই মোবাইলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (২১ আগস্ট) বিকালে ফরিদপুর সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম জেলা ও জেলার বাইরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজন মোবাইল চোর চক্রের সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের কাছে থেকে ১৬টি চোরাই মোবাইল জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন, ফরিদপুরের মধুখালী উপজেলার করিম শেখের ছেলে নয়ন শেখ (২৪), রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নলিয়া জামালপুর এলাকার সামাদ শেখের ছেলে মকিদুল ইসলাম সজল (৩৯) ও একই এলাকার পরিতোষ মিত্রের ছেলে পবিত্র মিত্র (৩৪)।

ফরিদপুর সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেল) সুমন কর জানান, গ্রেফতাররা বিভিন্ন সময়ে ইজিবাইক চালক ও ভ্যানচালকদের কাছে জরুরি মোবাইল ফোনে কথা বলার কথা বলে কৌশলে মোবাইলটি নিয়ে পালিয়ে যেতো। পরে তারা ওই মোবাইল ফোন দিয়ে প্রতারণা করতো। পরে গোপন সংবাদের ভিত্তিতে এ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছে থেকে ১৬ টি মোবাইল ফোন জব্দ করা হয়। এসংক্রান্ত সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।