মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঘরে বন্দী হয়ে থাকা কর্মহীন পরিবারের বাড়ি বাড়ি খাদ্য উপহার সামগ্রী নিয়ে ছুটছেন দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র পক্ষে ৪নং শেখপুরা ইউনিয়নের বিভিন্ন স্থানে এ খাদ্য উপহার সামগ্রী বিতরণ করেন তিনি। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে শেখপুরা ইউনিয়নের মাধবপুর এলাকার বাড়ি বাড়ি গিয়ে অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে তিনি এ সব খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ ছাড়া কালী বাজার, হুসেনপুর এলাকার ৪৩০ টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করেছেন।
এ সময় চেয়ারম্যান মোমিনুল ইসলাম বলেন, এই ইউনিয়নের ঘরে থাকা কোনো মানুষ যেন না খেয়ে থাকে, তাই হুইপ ইকবালুর রহিম এমপির সহযোগীতায় বাড়ি বাড়ি গিয়ে এই খাদ্য বিতরণ করছি। শেখ হাসিনা সরকার থাকা কালীন দেশে কোন মানুষ না খেয়ে থাকবে না। সবাই সরকারী নির্দেশনা মেনে চলুন সামাজিক দূরত্ব বজায় রাখুন, তবে করোনা মকাবেলা আমাদের পক্ষে সম্ভব হবে।