পীরগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে কৃষকের মৃত্যু।।
মোঃআসাদুজ্জামান ঠাকুরগাঁও প্রতিনিধি ঃ পীরগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছের ডাল ভেঙে পড়ে প্রফুল্ল রায় (৫০) নামে এক কৃষকের মৃত্যু। ২১ এপ্রিল মঙ্গলবার সকাল দিকে ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলার কোঠাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। জানাযায় প্রফুল্ল, মৃত অধীর রামের ছেলে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম এবং ইউপি সদস্য বেলাল জানান, সকালে প্রফুল্ল বাড়ির পাশে তার কলাবাগান দেখতে গেলে । এ সময় হটাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে তার জমির একটি ইউক্যালিপ্টার গাছের ডাল ভেঙে পড়ে তার ওপর। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।