ফরিদপুর সংবাদদাতা: ২২ এপ্রিল ২০২০ বুধবার
ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও নার্সদের জন্য পিপিই এক কার্টন (ব্যক্তিগত সুরক্ষা উপকরণ) দিয়েছেন বিএনিপর কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
আজ বুধবার সকাল ১১টার দিকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) ডা. এসএম ফরহাদের হাতে শামা ওবায়েদের পক্ষে এসব সামগ্রী তুলে দেন স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
এসময় জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সদ্য বিলুপ্ত জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জসীমউদ্দিন মৃধা, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সিনিয়র সহ-সভাপতি ও লস্করদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সহ-সভাপতি রফিকুল ইসলাম জাজরিজ ও আলমগীর হোসেন বকুল, শহীদ আকরামুন্নেসা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব হোসেন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।