• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
বাগমারা আউচপাড়া ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে একজন রোগীর মৃত্যু

মুকুল হোসেন, বাগমারা প্রতিনিধি: রাজশাহী বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে মৃত্যু মজের আলী মুন্ডলের পুত্র মোঃ খলিলুর রহমান( ৪৫) করোনা উপসর্গ নিয়ে আজ সকালে মৃত্যু বরণ করেন। মৃত্যুর পর পর সমস্ত বিষ্ণুপুর গ্রাম প্রশাসনের পক্ষ থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই মৃত্যু নিয়ে অত্র এলাকাসহ সমস্ত বাগমারা উপজেলায় আতংক বিরাজ করছে। উপজেলা প্রশাসনের ও বাগমারা মেডিকেল টিমের পক্ষ থেকে মৃত্যু ব্যক্তির নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এলাকাবাসির সাথে কথা বলে জানা যায়, মৃত খলিলুর রহমান দীর্ঘদিন ধরে সর্দি, জ্বর ও শ্বাসকষ্টে রোগী ভোগছিলেন। তিনি গোপনে হাট খালগ্রাম বাজারে গ্রাম্য ডাক্তার মোঃ কাজলের কাছে চিকিৎসা নিয়েছিলেন। এবং তার অসুস্থতার খবর প্রতিবেশীর কেউ জানতে না।মৃত্যু ব্যক্তির করোনা সম্পর্কে বাগমারা মেডিকেল টিমের কাছে জানতে চাইলে তারা জানান, আমরা নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল পেলে বলা যাবে আসলে এটা করোনায় মৃত্যু না স্বাভাবিক মৃত্যু।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।