মোঃ নুরুল ইসলাম, সদরপুর (ফরিদপুর):
ফরিদপুরের সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের সংরক্ষিত ১ নং ওয়ার্ডের মহিলা সদস্যা কানন সিকদার (৪০) ও তার ছেলে ক্যালিজ চৌধুরী (১৬) কে পিটিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গুরতর আহত অবস্থায় উক্ত সদস্যা ও তার ছেলেকে সদরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকাল অনুমান ১০ টায় তার চরবিষ্ণুপুর বাড়িতে এই মারপিটের ঘটনা ঘটে। এ ব্যাপারে সদরপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, ঘটনার দিন সকালে বাড়ির একটি গাছের ডাল কাটা নিয়ে কানন সিকদারের বড় জা রুপা চৌধুরীর সাথে প্রতিবেশী মজনু চৌধুরীর পুত্র লাভলু চৌধুরীর সাথে কথা কাটাকাটি হয়। এই সময় উক্ত মহিলা সদস্যা মধ্যস্থতা
করতে গেলে লাভলু চৌধুরী ও তার পরিবারের অন্যান্য সদস্যরা
কানন সিকদার ও তার ছেলে ক্যালিজ চৌধুরীকে কুপিয়ে ও পিটিয়ে মারাত্মক আহত করে। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আহতরা গুরুতর অবস্থায় সদরপুর হাসপাতালে চিকি সাধীন রয়েছে। ব্যাপারটি সদরপুর হাসপাতালের ডাক্তার সুলতানা নিশ্চিত করেছেন।