• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
করোনাভাইরাস প্রাদুর্ভাবের জন্য অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে – রবিউল ইসলাম রবি

মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ    দিনাজপুর জেলা জজকোর্টের সরকারি কৌঁসুলি (পাবলিক প্রসিকিউটর-পিঁপিঁ) ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি’র সহযোগিতায় দিনাজপুরে আইনজীবীদের সহকারি ও আদালত প্রাঙ্গণে বিভিন্ন দোকান মালিকদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২ টায় দিনাজপুর জেলা পরিষদ চত্বরে আইনজীবীদের সহকারি ও আদালত পাড়ার দোকান মালিকসহ প্রায় দুই শতাধিক পরিবারকে ১০ দিনের চাল, ডাল, তেল, লবণ খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সহায়তা বিতরণের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম।

দিনাজপুর জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিঁপিঁ) ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল ইসলাম রবি বলেন, ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবের জন্য অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আমরা চেষ্টা করছি আমাদের সাধ্যমত মানুষের পাশে দাঁড়াতে। আজকে জেলা জজকোর্টের শতাধিক আইনজীবীদের সহকারি ও আদালত চত্বরে যারা দোকান করেন তাদের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। এই দুর্যোগের সময় সরকারি বেসরকারি সহায়তার পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও মানুষকে এগিয়ে আসতে হবে। বর্তমান সময়ে সবাইকে ঘরে থাকার আহবানও জানান তিনি।’

প্রধান অতিথি জেলা প্রশাসক মাহমুদুল আলম উপস্থিত সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, ‘আমরা সরকারিভাবে যে ত্রাণ দিচ্ছি তার বাইরেও বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে অনেকেই ত্রাণ সহায়তা দিচ্ছেন। সবার প্রতি অনুরোধ, যাতে কোন ব্যক্তি একাধিকবার ত্রাণ সহায়তা না পায়। সবার প্রতি আহবান জানিয়ে জেলা প্রশাসক বলেন, আমরা দেশের বিদ্যমান পরিস্থিতে আইনের প্রতি শ্রদ্ধাশীল হব। আপনারা যারা অযথা বাইরে ঘোরাফেরা করেন তাদেরকে কিন্তু আইন দিয়ে কোনভাবেই আটকানো যাবে না। করোনাভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে সেই সাথে সবাইকে ঘরে থাকতে হবে।’

খাদ্য সহায়তা প্রদান করার সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রশিদুল মান্নাফ কবির, সরকারি অতিরিক্ত পিঁপিঁ অ্যাডভোকেট সাইফুল ইসলাম, সরকারি স্পেশাল পিঁপিঁ অ্যাডভোকেট শামসুর রহমান পারভেজ প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।