• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
ফরিদপুরে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিরঞ্জন মিত্র ( নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধি)” মুজিব বর্ষের আহব্বান দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ( টিটিসি) এর আয়োজনে, নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ে শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম রেজার সভাপতিত্বে সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাঃ তাসলিমা আলী।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বলেন,যারা আমাদের দেশ থেকে বিদেশ গমন করবেন। তাদেরকে বিশেষ ভাবে অনুরোধ, দেশ থেকে অবৈধ ভাবে বিদেশ গমন করবেন না। দক্ষ হয়ে বৈধ পথে বিদেশে গমন করবেন। তাহলে আপনারা স্বাবলম্বী হতে পারবেন। বৈধ পথে বিদেশ গমনে সরকার আপনাদের পাশে থাকবেনা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ আক্তারউজ্জামান, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ প্রকৌঃ মোহাম্মদ খোরশেদ আলম। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোঃ আখতারুজ্জামান, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্ঠী পদ রায় প্রমূখ।
এসময়ে সেমিনারে সদরের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।