নিরঞ্জন মিত্র ( নিরু) ( ফরিদপুর জেলা প্রতিনিধি)” দুনিয়ার মজদুর এক হও” এই স্লোগানে ফরিদপুরে আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি- বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ সোমবার সকালে শহরের পুরাতন বাসষ্টান্ড কাম কমিউনিটি সেন্টারে এ ত্রি- বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আঃ মান্নান শেখ ( মানা) এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র অমিতাভ বোস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন দক্ষিণ পশ্চিম আঞ্চলিক কমিটির সভাপতি ও মটর ওয়াকার্সে ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির, মটর ওয়াকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ১২ নং ওর্য়াডের পৌর কাউন্সিলর গোলাম মোঃ নাছির।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মটর ওয়াকার্সের সাবেক সভাপতি আব্দুল মান্নান, নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইমান আলী, নির্বাচন কমিশনার সদস্য সচিব শেখ ফয়েজ আহমেদ,নির্বাচন কমিশনার সদস্য এম এ আজিজ, বীর মুক্তিযোদ্ধা শামচুউদ্দীন মোল্লা ও সেবানন্দ বিশ্বাস,
সভা পরিচালনা করেন আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ গোলাম আজাদ।
এসময় বিভন্ন জেলা ও উপজেলা শাখার আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। পরে যেসমস্ত শ্রমিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়। সেইসব নিহিত শ্রমিকের পরিবারের স্বজনদের হাতে আর্থিক অর্থ তুলে দেন অতিথিবৃন্দ।