• ঢাকা
  • শনিবার, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ডিসেম্বর, ২০২৪ ইং
বোয়ালমারীতে এক বাজারে ৬ দোকানে চুরি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর বাজারে শনিবার গভীর রাতে ৬ দোকানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ বাজারের ৮ নৈশপ্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতৈর বাজার বণিক সমিতির সভাপতি সৈযদ সাহিদুর রহমান সজল জানান, বাজারের সাজেদা সুপার মার্কেটের একটি ফার্মেসী, একটি তৈরী পোষাকের দোকান ও চারটি মুদি দোকানে চুরি হয়েছে। ঘরের চালের টিন কেটে চোর ঘরে প্রবেশ করে। ওষুধের দোকানের সিসি ক্যামেরায় চোরের চেহারা দেখা গেলেও তাকে চেনা যায়নি। মার্কেটের মালিক সৈয়দ টুটুল এবং ব্যবসায়ীরা মামলা করার প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জিজ্ঞাসাবাদের জন্য বাজারের ৮জন নৈশ প্রহরীকে থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। একই বাজারের বার বার এরকম চুরি সংঘটিত হচ্ছে কেন জানতে চাইলে তিনি বলেন, ওই বাজার এলাকায় নেতা বেশি। তাদের মধ্যে গ্রুপিং আছে। স্থানীয় দ্বন্দ্বের কারণেও চুরির ঘটনা ঘটতে পারে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।