• ঢাকা
  • রবিবার, ২৮শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই অক্টোবর, ২০২৪ ইং
ফরিদপুরে বীরমু্ক্তিযোদ্ধা খন্দকার শামসুদ্দোহা ইন্তেকাল করেছেন

ফরিদপুরে বীরমুক্তিযোদ্ধা খন্দকার শামসুদ্দোহা ইন্তেকাল করছেন। গতকাল দুপুর ১২ টার দিকে ফরিদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

আজ দুপুর ২ টায় রাষ্ট্রীয় মর্যাদায় তাকে উত্তর চরটেপাখোলা লেকপাড় তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি স্ত্রী, ১ ছেলে, তিন মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি ঢাকায় জজকোর্টের আইনজীবী সহকারী সমিতির আজীবন সদস্য ছিলেন।

মরহুমের ভাইয়ের ছেলে খন্দকার মাহিবুল হাসান জানান, গত ২০ তারিখ রাত আনুমানিক ১১ টার দিকে হঠাৎ করে চাচার মাথা ঘোরানো শুরু হয় এবং সাথে বমি। আমরা তাকে হাসপাতালে নিতে গেলে ঠিক হয়ে যাবে বলে তিনি ঘুমিয়ে পড়েন। সকালে যখন ১১ টার পরেও তিনি ঘুম থেকে উঠছেন না, তখন ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে আমরা তাকে সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমাদের ধারণা রাতে তার স্ট্রোক হয়েছিল এবং ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।