• ঢাকা
  • মঙ্গলবার, ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ডিসেম্বর, ২০২৪ ইং
ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধ নিহত আহত ৭, বাড়ি ভাংচুর, লুটপাট

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের উপজেলার দাদপুর ইউনিয়নে ক্রিকেট খেলা নিয়ে দাদপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে মনসুর মোল্যা (৬৫) নামের এক বৃদ্ধের নিহতের খবর পাওয়া গেছে। এ সময় আহত হয়েছে ৭ জন। গতকাল বুধবার দুপুরে সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আনিসুজ্জামান ঘটনাস্হল পরিদর্শন করেছেন। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জানা যায়, মঙ্গলবার বিকেলে ক্রিকেট খেলতে গিয়ে দাদপুর গ্রামের ছলেমান মোল্যার ছেলে কিবরিয়া (১৮) এর সাথে একই গ্রামের ফজর খার ছেলে বক্কার খার (১৭) হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে ওইদিন সন্ধ্যায় ফজর খা তার লোকজন লাঠিসোঠা নিয়ে দাদপুর গ্রামের গণি খার মোড়ে মনসুর মোল্যাকে তার দোকানে এসে বেধড়ক মারপিটে মারাত্বক আহত হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের সাত জন আহত হয়। মারাত্বক আহত মনসুর মোল্যাকে রাতে উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্হায় গতকাল বুধবার (২২-০৪-২০) ভোর ৫টায় তার মৃত্যু হয়। এই মুত্যুর খবর ছড়িয়ে পড়লে মনসুর মোল্যার লোকজন সকালেই প্রতিপক্ষের বাড়িতে ভাংচুর ও লুটপাট চালায়। সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আহতদের মধ্যে সলেমান মোল্যা (৩৫), সুলতান মোল্যা (৩০), হামিদুল্লাহ (১৮), হুমায়ুন মোল্যা (২৫), সাদ্দাম মোল্যা (৩০), আরিফ মোল্যা (১৮), মাজেদা বেগমকে (৪৫) উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানান, দাদপুর গ্রামে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মনসুর মোল্যা নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্হায় বুধবার ভোরে মারা গেছেন। এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লির্খিত অভিযোগ পাওয়ার পরে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্হা নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।