• ঢাকা
  • শনিবার, ২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৪ ইং
ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বৃক্ষরোপন

“মুজিববর্ষের আহ্বান তিনটি করে গাছ লাগান ” এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক এ কে এম আব্দুর রহমান বাবু সারাদেশব্যাপী স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে ৫ লক্ষ বৃক্ষরোপনের কর্মসূচি ঘোষণা করেন,

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি শওকত আলী জাহিদ ও সাধারণ সম্পাদক ফাহাদ বিন ওয়াজেদ ফাইন আগামী ২৭ শে জুলাই স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ মাসব্যাপী বৃক্ষরোপণ ও নানা বিধ সেবামূলক কার্যক্রম শুরু করেন।

আজ ২২ জুলাই বুধবার ফরিদপুর শহর স্বেচ্ছাসেবকলীগের ২১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়, ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিম, জলপাই ও মেহগনি চারা রোপন করেন। এ সময় তিনি

স্বেচ্ছাসেবকলীগের মাসব্যাপী এ বৃক্ষরোপণ ও সেবা মূলক কার্যক্রমের প্রশংসা করেন। কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোকসানা রহমান, ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম জিন্না, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি শওকত আলী জাহিদ, ফরিদপুর জেলা

আওয়ামীলীগের ত্রাণ সম্পাদক কাজী গোলাম মোঃ তসলিম, ফরিদপুর শহর আওয়ামীলীগ সহ সভাপতি ও ২১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শহীদ উদ্দিন আহমেদ (সাহিদ) প্রমুখ।
শওকত আলী জাহিদ বলেন, গণতন্ত্রের মানস কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার আহব্বানে সাড়া দিয়ে দেশ সেবায় নিয়োজিত সেচ্ছাসেবী রাজনৈতিক সংগঠন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ দেশ ও মানব সেবার ব্রতনিয়ে ফরিদপুরে মাসব্যাপী বৃক্ষরোপণ, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, খাবার বিতরণসহ নানাবিধ কর্মকাণ্ড করছে, এরই মাঝে আকস্মিক বন্যার কারণে প্লাবিত মানুষের মাঝে চাল, ডাল সহ শুকনো খাবার, বন্যা কালীন সময়ে অস্থায়ী ঘর তৈরীর জন্য ঢেউটিন বিতরণ করা হয়েছে, তিনি আরো বলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ ও যেকোনো দুর্যোগকালীন সময়ে এই জাতীয় কার্যক্রম চালিয়ে যাবে ইনশাআল্লাহ।

বৃক্ষরোপণ কর্মসূচির পরিচালনা করেন ফরিদপুর শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ টি এম জামিল তুহিন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

নভেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« অক্টোবর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।