সুমন ভূইয়া, সাভারঃসাভারের অসহায় আর হত দরিদ্র মানুষের বাড়ি বাড়ি নিজে এবং দলীয় নেতা-কর্মীদের মাধ্যমে খাদ্যদ্রব্যসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌছে দিয়ে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। অনেকটাই প্রচার বিমুখ এ জনপ্রতিনিধি সমাজের অসহায় ও হত দরিদ্রদের পাশে দাড়িয়েছেন। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে চালু করেছেন কল সেন্টার। কল পাওয়া মাত্রই পৌছে দেওয়া হচ্ছে চাহিদানুযায়ী খাদ্যসামগ্রী।
উপজেলার স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সিভিল প্রশাসনের সমন্বয়ে উপজেলার এক প্রান্ত থেকে অপরপ্রান্ত ছুটে বেড়াচ্ছেন তিনি। করোনা ভাইরাসকে বিশ্ব মহামারি আখ্যা দেওয়ার পর থেকে পরিবার-পরিজনকে উপেক্ষা করেই পাশে দাড়িয়েছেন সাধারন মানুষের।
সাভার উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যানের মাধ্যমে সরকারী ত্রান তৎপরতা কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দিয়েছেন গঠনমূলক নির্দেশনা। স্বাস্থ্য সুরক্ষায় নিজস্ব অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রাইভেট হাসপাতালগুলোতে চিকিৎসক আর নার্সদের জন্য প্রদান করেছেন পারসোন্যাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই)। ব্যবস্থা করেছেন এ্যাম্বুলেন্সসহ অন্যান্য সামগ্রীরও। মাঠ পর্যায়ে কাজ করা পুলিশের জন্যও বিতরন করেছেন পিপিই। স্ব-উদ্যোগী হয়ে নিজের বাড়ী ভাড়া ১ মাসের জন্য মওকুফ করেছেন। আহ্বান জানিয়েছেন উপজেলার বিত্তবানদের এগিয়ে আসার। তার আহ্বানে সাড়া দিয়েই বিত্তশালী অনেকেই বাড়ী ভাড়া মওকুফ করে দিয়েছেন।
সাভার নাগরিক কমিটি’র সাংগঠনিক সম্পাদক বাবুল মোড়ল বলেন, উপজেলা পরিষদ একটি সুসংগঠিত ইউনিট যার মাধ্যমে উপজেলায় ত্রান তৎপরতাসহ প্রচার প্রচারনাগুলো সুষ্ঠভাবে হচ্ছে। তিনি বলেন, এজন্যই আমাদের সাভারে এখন পর্যন্ত করোনা ভাইরাস সেই ভাবে ছড়াতে পারেনি। এ ধারাকে তিনি অব্যাহত রাখারও আহ্বান জানান।
সাভার উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের দিক নির্দেশনায় আজ উপজেলা আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উদ্যোগী হয়ে মাঠে নেমেছেন। কাজ করছেন ঐক্যবদ্ধভাবে।
এ প্রসঙ্গে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারন সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব বলেন, কোন কিছু চাওয়া কিংবা পাওয়ার আশায় নয়, মানবতার নেত্রী মাতৃতূল্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনায় জনপ্রতিনিধিদের নিয়ে নিরলসভাবে কাজ করছি। সম্পৃক্ত করেছি উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদেরও। চেষ্টা করছি নিজের সাধ্যমতো করার। মহামারি করোনা ভাইরাসের প্রাদূর্ভাব মোকাবেলায় কতিপয় আর হাইব্রিড নেতারা যখন পরিবার-পরিজন নিয়ে ব্যস্ত সময় পার করছেন, আর অবস্থায় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের জনসেবামূলক এসব কর্মকান্ড দেশের অন্যান্য জনপ্রতিনিধের জন্য দৃষ্টান্ত হতে পারে বলে মনে করছেন সুশীল সমাজের নেতৃবন্দ।