ফরিদপুরের বন্যার্ত অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা জাবির শফি দিনার।
বেলা ১২টায় ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের বিভিন্ন স্থানে আশ্রয় নেওয়া বন্যার্ত অসহায় ছয়শত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অমিতাভ বোস।
এসময় আরো উপস্থিত ছিলেন আলীয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আক্তারুজ্জামান বিশ্বাস, সাবেক শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মাসুদ, থানা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন মোল্যা রিংকু, আলীয়াবাদ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ নেতৃবৃন্দ।
এই মহৎ কার্যক্রমের উদ্যোক্তা জাবির শফি দিনার বলেন প্রতিদিন কোন না কোন বন্যার্ত এলাকায় রান্না করা খাবার নিয়ে পৌঁছে যাবার প্রস্তুতি আছে আমাদের। মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যেতে চাই।