• ঢাকা
  • শুক্রবার, ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ, ২৯শে মার্চ, ২০২৪ ইং
আলফাডাঙ্গায়  ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, কলেজ ছাত্রী গুরুতর জখম

আলফাডাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে।

এ সংঘর্ষে  উপজেলার সদর ইউনিয়নের হানিফ মোল্যার দ্বাদশ শ্রেণির ১ম বর্ষের  ছাত্রী শান্তা ইসলাম গুরুতর জখম হয়েছে।

২১ এপ্রিল মঙ্গলবার বিকেলে সদর ইউনিয়নে শুকুরহাটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়,ক্রিকেট খেলা আউট হওয়ার সিদ্ধান্ত নিয়ে উভয় পক্ষের খেলোয়ারদের সাথে  কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই এলাকার  প্রভাবশালী মর্জিনা মেম্বার ছেলে রুমান ও ফোরকানের দল অপর পক্ষে  হানিফ মোল্যার ছেলে সাকিব ও আরাফাত খেলোয়ারদের  মধ্যে সংঘর্ষ বাঁধে।  সংঘর্ষের কথা জানতে পেরে শান্তা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং  মারামারি ঠেকাতে চেষ্ঠা করলে ফোরকানের দল  শান্তাকে এলোপাথারী  মারধর করে গুরুতর জখম করে বলে শান্তার পিতা হানিফ মোল্যা  সাংবাদিকদের কাছে বলেন।

এছাড়াও উভয়পক্ষের আহতরা হলেন হাসিব মোল্লা (২৫), সাকিব মোল্লা (১৬), আরাফাত মোল্লা (১৩)  রুমান মোল্লা (৩০) ও ফোরকান মোল্লা(২৫)। তাদের আলফাডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা  হয়েছে।

জানতে চাইলে মর্জিনা মেম্বার  বলেন , আমার ছেলেরাও আহত হয়েছে।

ওসি রেজাউল করিম বলেন, ঘটনা  শুনেছি, তবে এখনও কোন পক্ষ আমার কাছে কোন অভিযোগ করে নাই।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ফেব্রুয়ারি    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।