জিল্লুর রহমান রাসেল, স্টাফ রিপোর্টার :ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুরের ফতেহপুর গ্রামের ৩০ টি পরিবারকে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। আজ বুধবার সকাল ১১.৩০ টায় ফরিদপুর সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা মাসুম রেজা উপস্থিত থেকে এই ৩০ টি পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, তেল, আলু, লবন ও সাবানের একেকটি প্যাকেজ তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলান ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু, ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার ও কোতোয়ালি আওয়ামীলীগ সদস্য রিংকু দত্ত ও স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় ইউএনও মাসুম রেজা বলেন, আমরা জানতে পেরেছি যে, এখানকার বেশ কিছু লোক অনাহারে দিন পার করছে, তাই আপনাদের জন্য অতি দ্রুততার সাথে যতদুর সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া খাদ্য সামগ্রী নিয়ে আপনাদের দ্বারে পৌছে দিলাম। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ আয়ু ও সুস্থতা কামনা করে দোয়া করবেন। আপনাদের যে কোন সমস্যা চেয়ারম্যানের মাধ্যমে আমার কাছে জানাবেন আমি চেষ্টা করবো সমাধান করতে।
ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনু বলেন, আমরা নিয়মিত ভাবে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য সহায়তা সকল খেটে খাওয়া কর্মহীন মানুষের মাঝে দিয়ে যাচ্ছি। আপনারা নিয়ম অনুযায়ী ভিজিএফ, ভিজিডি, ওএমএস সহ অন্যান্য খাদ্য সহায়তা পাচ্ছেন, তারপরও কেউ যদি কোন ভাবেই খাদ্য সামগ্রী না পেয়ে থাকেন আমাকে জানাবেন সরকারি বরাদ্দ না থাকলেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে হলেও আপনাদের খাদ্যের ব্যবস্থা করবো। আশাকরি কেউ না খেয়ে থাকবেন না।