আসুন বাচ্চাদের সাঁতার শিখাই
মোঃ ইনামুল হাসান মাসুম,কানাইপুর। ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রামখন্ড গ্রামে পানিতে ডুবে দুই শিশু মারা গেছে। তারা সম্পর্কে আপন চাচাতো বোন। রবিবার দুপুরে কানাইপুরের রামখন্ড গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, মোঃ মুরাদ মোল্লার মেয়ে মনিরা (১১) ও জাকির মোল্লার মেয়ে খাদিজা (৭)। মুরাদ মোল্লা ও জাকির মোল্লা আপন দুই ভাই, পেশায় ভ্যান চালক।
রামখন্ড গ্রামের স্থানীয় বাসিন্দা মোঃ লিয়াকত আলী মোল্লা (৪০) জানান, দুপুর ১টার দিকে বাড়ির পাশে পুকুরে গোসল করতে নেমেছিল মনিরা আর খাদিজা।
অনেক খোজাখুজি করে না পেয়ে সন্দেহবশতঃ পুকুরে গিয়ে তল্লাশি করে ডুবন্ত অবস্থায় দু’জনের লাশ উত্তোলন করে এলাকাবাসী। আপন চাচাতো দুই বোনের এই মর্মান্তিক মৃত্যুতে মুরাদ মোল্লা ও জাকির মোল্লার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। আশেপাশের এলাকাবাসী খবর পেয়ে লাশ দেখতে ভিড় জমিয়েছেন।
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির মোঃ বেলায়েত হোসেন খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি মুরাদ মোল্লা ও জাকির মোল্লার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং মৃত দুই শিশুর রুহের মাগফিরাত কামনা করেন।