• ঢাকা
  • বৃহস্পতিবার, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
তাহিরপুর অসহায় দরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল ছাত্রলীগ পরিবার

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয়  ছাত্রলীগের আহ্বানে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপ্ন ভাইয়ের নির্দেশনায় কৃষকের পাকা ধান কেটে দিল তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীরা ।

(২২ এপ্রিল) তাহিরপুর উপজেলার বাদাঘাট  ইউনিয়নের ইউনুসপুর  গ্রামের হারুন মিয়ার জমির পাঁকা ধান কাটা শুরু করেন নেতাকর্মীরা ।

কৃষক শাস্তু মিয়ার কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন। করোনা পরিস্থিতির কারণে শ্রমিক না পাওয়ায় তার পাকা ধান কাটতে সমস্যা হচ্ছিল ।

খবর পেয়ে তাহিরপুর উপজেলা ছাত্রলীগ ও বাদাঘাট সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষক হারুন মিয়ার ৫ বিঘা জমির পাকা ধান কেটে দেয়।

উপজেলা ছাত্রলীগ নেতা,
সাইদুর রহমান  এর উদ্যোগে প্রায় ৪০ জন ছাত্রলীগের নেতাকর্মী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন জমিতে।

ছাত্রলীগ নেতা  সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিয় আশিকুর রহমান রিপন ভাই কৃষকদের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন । ছাত্রলীগ যেকোনো মানবিক সঙ্কটে সাধারণ মানুষের পাশে থাকে।

করোনা মোকাবেলায় মাঠে থেকে সর্বোচ্চ কাজ করছে ছাত্রলীগ। এরই ধারাবাহিকতায় খবর পাই শ্রমিক সংকটের কারণে কৃষক হারুন মিয়া তার পাকা ধান কাটতে পারছে না। কাল বৈশাখী মাসে যে কোনো সময়ে ঝড় বৃষ্টি হলে অকাল বন্যায় ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

তাই আমরা ছাত্রলীগের ৪০ জন নেতাকর্মী ধান কাটার সরঞ্জাম নিয়ে জমিতে হাজির হয়ে ধান কাটার উদ্যোগ নেই।

এ সময় অংশগ্রহণ করেন, তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা  মোস্তফা,নাজমুল, সারোয়ার, সাজ্জাদ আল মামুন, নিপু,মাহফুজ আহমেদ, আহমেদ রেজা,সুমন, হাসান,পারভেজ,হোসেন,আজিজুল শামীম আমিন খান ও বাদাঘাট সরকারি কলেজ ছাত্রলীগ নেতা মাসুম,নুরমুহাম্মদ,উজ্জ্বল,সুফিয়ান,আফরোজ প্রমুখ।
ধান কাটায় সশরীরে অংশগ্রহণ করেন সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন ও জেলা ছাত্রলীগ নেতা পলাশ এবং তোফায়েল আহমেদ রয়েল।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।