জিল্লুর রহমান রাসেল, স্টাফ রিপোর্টার : ফরিদপুর পৌরসভার প্যানেল মেয়রের বিরুদ্ধে ত্রাণ বিতরনে বিশৃংখলা ও মাপে কম দেওয়ার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ফরিদপুর পৌর সভার মেয়র শেখ মাহতাব আলী মেথু জানান, বুধবার দিন ব্যাপী ফরিদপুর পৌর এলাকার ২৭টি ওয়ার্ডে ৫৪টি স্থানে ৬২ মেট্রিকটন চাল ১২৪০০ পরিবারের মাঝে বিতরণ করা হয়। এসময় প্রত্যেক পরিবারকে পাঁচ কেজি করে চাল দেওয়া হয়, যা প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত।
ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা জানান, ফরিদপুর পৌরসভার এক নং (সাবেক) ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র মীর্জা জাকির হোসেন খোদাবক্স রোডের দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করার সময় বিশৃংখল পরিবেশের সৃষ্টি হয়, এছাড়াও মাপে কম দেওয়ার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। এজন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।