• ঢাকা
  • শনিবার, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জুলাই, ২০২৪ ইং
ফরিদপুরে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৬

জিল্লুর রহমান রাসেল, স্টাফ রিপোর্টার ঃ ফরিদপুরে আরো একজনের করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষার পর বুধবার বিকেলে এ রিপোর্ট পাওয়া যায়। এ নিয়ে ফরিদপুরে মোট ছয়জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হলো।

বুধবার সনাক্ত হওয়া ব্যক্তির বাড়ি আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউপির একটি গ্রামে। তিনি ঢাকায় বসুন্ধরা গ্রুপে চাকুরী করেন। অসুস্থ শরীর নিয়ে ২০ এপ্রিল বাড়িতে আসেন তিনি।
আলফাডাঙ্গা ইউএনও মো. রাশেদুল হাসান বলেন, ঐ ব্যাক্তির বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে। এছাড়া বাড়ির সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ফরিদপুরের সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান বলেন, ফরিদপুরে ঐ ব্যাক্তিসহ মোট ছয়জন আক্রান্ত হলো। এর মধ্যে তিনজন নগরকান্দা উপজেলার এবং বোয়ালমারী, চরভদ্রাসন ও আলফাডাঙ্গা উপজেলায় একজন করে।
ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ এস এম খবিরুল ইসলাম বলেন, এ পর্যন্ত মোট ৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্য ফরিদপুরের একজন ও গোপালগঞ্জের ৫ জনের করোনা ধরা পড়ে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুলাই ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।