মোঃ রমজান সিকদার, ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি-২২/৫/২৩
ফরিদপুরের ভাঙ্গায় স্মার্ট ভূমিসেবা সপ্তাহে (২০২৩) র্ালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই স্মার্ট ভূমি সেবা সপ্তাহ পালিত হয় । এর আগে ভাঙ্গা ভুমি অফিস থেকে একটি র্ালী বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরবর্তীতে ভুমি অফিসের ভেতরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার ভুমি মাহমুদুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাহাদাৎ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজিমউদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান হাবিব, এডিশনাল এসপি (ভাঙ্গাা সার্কেল) মোঃ হেলাল উদ্দিন ভুইয়া, ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মোঃ জিয়ারুল ইসলাম, ভাঙ্গা বাজার বর্নিক সমিতির সেক্রেটারি আবু জাফর মুন্সি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সুবাহান মুন্সি, নির্বাচন অফিসার মোঃ হাসানুজ্জামান সহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, ভাঙ্গা উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা ও কর্মচারী প্রমুখ।